অনন্ত জলিল ঢালিউডের জনপ্রিয় নায়ক। দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছু করে দেখিয়েছেন। বর্তমানে নতুন সিনেমা ‘কিল হিম’র শুটিংয়ে ব্যস্ত আছেন। সম্প্রতি একটি বিষয় নিয়ে সবার নজরে আসে তিনি।
সোমবার (২৭ ফেব্রুয়ারি) সমাজিক যোগাযোগ মাধ্যমে বেহ কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। আর সেই ছবিতে দেখা গেছে সাভার মডেল থানায় তিনি একটি সাধারন ডায়েরি (জিডি) করেছেন তিনি।
ছবির সাথে ক্যাপশনে তিনি লেখেন, ‘আপনাদের সকলের অবগতির জন্য, কিছু অসৎ লোক আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে আমাদের কিছু ভিডিও ফুটেজ নিয়ে সেটিকে বেশ কয় দিন ধরে বিভিন্ন ফেক পেজ-গ্রুপ-আইডি থেকে অসৎ উদ্দেশ্যে প্রচার করছে। আমার ভক্তরা না বুঝেই ঐসব পোষ্ট শেয়ার ও ক্লিক করছেন। আজকে উক্ত বিষয়ে আমার পক্ষ থেকে সাভার থানায় একটি জিডি করা হয়েছে। এবং ইতিমধ্যেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এই বিষয়টি আমলে নিয়েছেন। এবং আমাকে আশ্বস্ত করেছেন যে এই ধরণের পোস্ট যারা দিচ্ছে তাদেরকে অতি শিগগিরই শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। আপনারা এ ধরণের পোস্ট দেখা মাত্রই ঐ পোষ্টে রিপোর্ট করবেন এবং এ ধরণের পোস্ট শেয়ার করা থেকে বিরত থাকবেন। দয়া করে সর্বসাধারণের উপকারের জন্য আমার এই পোস্টটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন।’
 
এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) বেশ কিছু ছবি দিয়ে একাধিক পোস্ট করেন। এবং ক্যাপশনে লেখেন, ‘কিছু দুস্কৃতকারীরা আমার নাম এবং ছবি দিয়ে ফেক আইডি তৈরি করে এভাবে ধোঁকাবাজি করতেছে। আমরা তাদেরকে আইনের আওতায় নেয়ার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করতেছি। দয়াকরে আপনারা এই সকল ধোঁকাবাজদের থেকে দূরে থাকুন।’
একুশে সংবাদ.কম/আ.ট.প্র/জাহাঙ্গীর
    
                        

                                        
                                            
                                                        
                            
একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
												
												
												
												
												
												
												
												
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
