আরজে থেকে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ঢালিউড ছাড়িয়ে জনপ্রিয়তা পেয়েছেন টালিউডে। এছাড়াও নামের আগে রয়েছে জনপ্রিয় উপস্থাপক তকমা। সংগীতশিল্পী হিসাবে তার প্রথম গান ‘পটাকা’।
বিজ্ঞাপনচিত্রে গ্লামারাস উপস্থিতি এবং উপস্থাপনায় ভিন্নধর্মী স্টাইলের কারণে নজর কাড়তে সক্ষম হন তিনি। চলচ্চিত্রে তার আগমনও বেশ জাকজমকের সঙ্গে।
আবেদনময় লুক আর ভিন্নধর্মী চরিত্রের জন্য বিনোদন অঙ্গনে ফারিয়া জনপ্রিয় মুখ। সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় এ নায়িকা।
প্রায়ই নতুন লুকের ছবি ও জিম ভিডিও দিয়ে অন্তর্জালবাসীর মন জয় করেন ফারিয়া। দেখবেন নাকি এমন কিছু ছবি-













একুশে সংবাদ/পলাশ
আপনার মতামত লিখুন :