AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘শাকিবের কোন বন্ধু নেই, সবাই গ্যাঁড়াকলে ফেলতে চাচ্ছে ’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১২:১৬ পিএম, ১২ সেপ্টেম্বর, ২০২২
‘শাকিবের কোন বন্ধু নেই, সবাই গ্যাঁড়াকলে ফেলতে চাচ্ছে ’

ঢাকায় সিনেমার কিং খান খ্যাত শাকিব খানকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছেন তারই সাবেক পরিচালক মালেক আফসারী। মন্তব্য গুলোতে সাকিব খানের ঢালিউডে বর্তমান অবস্থান। দেশে থাকা না খাকা, ফ্যান-ফলোয়ার সহ শাকিবের আচারণ নিয়েও কথা বলেছেন তিনি।

 

শাকিব খানের একাধিক হিট সিনেমার পরিচালক মালেক আফসারী বলেছেন, ‘শাকিব খান অনেক গ্যাঁড়াকলে আছে। সবাই গ্যাঁড়াকলে ফেলার চেষ্টা করছে। ভেতরে ভেতরে অনেক কিছু হচ্ছে। আমি এগুলো খুলে বলতে পারব না।’

 

আফসারী বর্তমানে ইউটিউবার। চলচ্চিত্রের চলমান ঘটনাবলি নিয়ে নিজের মতামত প্রকাশ করেন। সাম্প্রতিক কিছু ঘটনাকে বিশ্লেষণ করে শাকিব খান ইস্যুতে মালেক আফসারী বলছেন, ‘সিনেমায় এখন শাকিব খানের কোনও বন্ধু নেই। আমার দৃষ্টিতে শাকিব খানের বন্ধু একমাত্র তার ভক্তরাই। কিন্তু সিনেমার ভেতরে এই মুহূর্তে তার কোনও বন্ধু আছে কি না, আমার জানা নেই। অনেক আপনজন পর হয়ে গেছে।’

 

ঢাকার পরিবেশ শাকিব খানের জন্য ভালো ছিল না বলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছেন এমন মন্তব্য করে আফসারি বলেন, ‘সাধারণ বিচারে, এমন গ্রিন কার্ডের স্বপ্ন দেখতে পারে মফস্বলের একটা যুবক। শাকিব খান কেন করল? শাকিব কি বোঝে না? নিশ্চয়ই বোঝে। হয়তো ঢাকার পরিবেশ তার জন্য ভালো ছিল না।’



শাকিব খানের উদ্দেশে মালেক আফসারী বলেছেন, ‘আপনি শান্তিপ্রিয় মানুষ। এত সব প্রেশার মাথায় নিতে চান না। কিন্তু বিভিন্ন রকম প্রেশার আপনার মাথায়। এ জন্য নতুন সিনেমার ঘোষণা দিতে পারছেন না।’



‘মনের জ্বালা’, ‘ফুল অ্যান্ড ফাইনাল’, ‘ঠেকাও মাস্তান’, ‘পাসওয়ার্ড’ সহ  বেশ কয়েকটি সফল সিনেমায় মালেক আফসারীর পরিচালনায়  কাজ করেছেন শাকিব খান।

 

একুশে সংবাদ/এসএপি/

Link copied!