AB Bank
ঢাকা শুক্রবার, ০২ জুন, ২০২৩, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
 1. জাতীয়
 2. রাজনীতি
 3. সারাবাংলা
 4. আন্তর্জাতিক
 5. অর্থ-বাণিজ্য
 6. খেলাধুলা
 7. বিনোদন
 8. শিক্ষা
 9. তথ্য-প্রযুক্তি
 10. অপরাধ
 11. প্রবাস
 12. রাজধানী

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিনী সিনেমার নায়ক বিক্রম


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৪:৪২ পিএম, ৮ জুলাই, ২০২২
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দক্ষিনী সিনেমার নায়ক বিক্রম

 

ভারতের দক্ষিনী সিনেমার জনপ্রিয় অভিনেতা চিয়ান বিক্রম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। ভারতের একাধিক গণমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।

 

শুক্রবার (৮ জুলাই) হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিক্রম। এরপর দ্রুত তাকে চেন্নাইয়ের কৌভেরি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আজকের মধ্যেই তাকে রিলিজ দেওয়া হতে পারে বলে জানা গেছে।

 

প্রথম দিকে শোনা যায়, হার্ট অ্যাটাক করেছেন বিক্রম। এ খবরে মুহূর্তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে তার অসংখ্য ভক্তের মনে। তবে পরক্ষণে এক সাংবাদিক টুইটারে জানান, জ্বরে আক্রান্ত অভিনেতা। যদিও বিক্রম বা তার পরিবারের পক্ষ থেকে এখনো বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

এদিকে শুক্রবার সন্ধ্যায় একটি ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা বিক্রমের। সিনেমাটির নাম ‘পন্নিয়িন সেলভান’। মণি রত্মম পরিচালিত বিশাল বাজেটের এই সিনেমায় বিক্রম নিজেও অভিনয় করেছেন। অসুস্থতার কারণে তিনি অনুষ্ঠানে অংশ নেবেন কিনা, সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়।

 

উল্লেখ্য, চিয়ান বিক্রমের আসল নাম কেনেডি জন ভিক্টর। সিনেমা জগতে তিনি নিজেকে বিক্রম নামে পরিচিত করেছেন। তামিল সিনেমার সবচেয়ে বড় তারকাদের একজন বিক্রম। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি সাতবার ফিল্মফেয়ার, একবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা পেয়েছেন।

 

একুশে সংবাদ.কম/জ.ন.জা.হা