এবার ঈদে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে বাংলা সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির।একটি শাকিবের বিপরীতে ‘গলুই’, আরেকটি সিয়ামের বিপরীতে ‘শান’।এই দুটি সিনেমার একটি পূজার বাবা এবং আরেকটি মা।নতুন করে মা-বাবার পরিচয় জানিয়ে দিলেন চিত্রনায়িকা পূজা।তবে বাস্তবের মা-বাবা নন।
সিনেমা দুটির মুক্তি উপলক্ষ্যে প্রচারণায় অংশ নিচ্ছেন পূজা।প্রচারণায় ‘গলুই’ এবং ‘শান’- এ দুটির মধ্যে যে ছবিকে এগিয়ে রাখবেন সে সম্পর্কে পূজা বলেন,‘শান’ যদি বাবা হয়, তবে ‘গলুই’ মা।আবার ‘গলুই’ যদি বাবা হয়, তবে ‘শান’ আমার কাছে মা।একটা বাদ দিয়ে আরেকটা ভাবা যায় না।” যদিও ‘শান’ নিয়ে তার প্রত্যাশার লেভেল হাই বলে জানান নায়িকা।
এছাড়া, নায়িকা পূজা চেরি পোড়ামন ২, দহন, প্রেম আমার ২ ছবিগুলোতে সাফল্যের সঙ্গে অভিনয় করেন।‘শান’ ছবিতে সিয়ামের সঙ্গে তৃতীয়বারের মতো জুটি বেঁধেছেন পূজা।মুক্তির অপেক্ষায় আছে এ নায়িকার ‘জ্বীন’ নামে আরেকটি ছবি।
একুশে সংবাদ/স.নি/এস.আই
আপনার মতামত লিখুন :