AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১১ মে, ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে: পরীমনি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৯:৩৫ এএম, ১৪ জুন, ২০২১

আমাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা করা হয়েছে: পরীমনি

আমি আত্মহত্যা করার মতো মেয়ে না, আমি মারা গেলে মনে করবেন আমাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়িকা পরীমনি। তিনি বলেন, আমাকে ধর্ষণ ও হত্যাচেষ্টা করা হয়েছে।

রোববার (১৩ জুন) রাতে তাকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পরীমনি বলেন, আমি আজকে বুঝলাম সাধারণ মেয়ে এ ধরনের পরিস্থিতির শিকার হলে তার সুইসাইড করা ছাড়া আর কোনো পথ থাকে না। আমি সাধারণ মেয়ে হিসেবে চারদিন ধরে থানা থানায় ঘুরেছি, কেউ সাহায্য করেনি। এখন পরীমনি হিসেবে আপনাদের কাছে সাহায্য চাই।

তিনি বলেন, আমি যদি পরীমনি হিসেবে ফেসবুকে স্ট্যাটাস না দিতাম, কেউ এগিয়ে আসত না।…

চিত্রনায়িকা পরীমনি আরও বলেন, বুধবার রাতে উত্তরার বোট ক্লাবে ঘটনাটি ঘটে।

এর আগে, ফেসবুক পোস্টে ঢালিউডের আলোচিত নায়িকা পরীমনি লিখেন, আমাকে রেপ এবং হত্যার চেষ্টা করা হয়েছে। এজন্য তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিচার দাবি করেন।

 

একুশে সংবাদ /এসএম

Shwapno
Link copied!