AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজম খাঁনের জন্মদিন আজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০২:১২ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২১
আজম খাঁনের জন্মদিন আজ

আজ বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের পপ সম্রাট তথা এ দেশীয় ব্যান্ড তারকাদের কাছে গুরু হিসেবে পরিচত আজম খানের জন্মদিন ।

আজম খান ১৯৫০ সালে আজকের এই দিনে জন্ম গ্রহণ করেন। তার পুরো নাম ‘মোহাম্মদ মাহবুবুল হক খান’।  তাকে বাংলাদেশের পপ ও ব্যান্ড সঙ্গীতের একজন অগ্রপথিক বা গুরু হিসেবে গণ্য করা হয়।

আজম খানের জনপ্রিয় গানের মধ্যে রয়েছে - বাংলাদেশ (রেল লাইনের ঐ বস্তিতে), ওরে সালেকা, ওরে মালেকা, আলাল ও দুলাল, অনামিকা, অভিমানী, আসি আসি বলে ইত্যাদি। তার প্রথম কনসার্ট প্রদর্শিত হয় বাংলাদেশ টেলিভিশনে ১৯৭২ সালে।

গানের পাশাপাশি ১৯৮৬ সালে ‘কালা বাউল’ নামে হিরামন সিরিজের নাটকে অভিনয় করেছিলেন তিনি। ২০০৩ সালে শাহীন-সুমন পরিচালিত ‘গডফাদার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছিলেন আজম খান।

২০০৩ সালে ক্রাউন এনার্জি ড্রিংকসের বিজ্ঞাপনের মাধ্যমে মডেল হয়েছিলেন তিনি। সর্বশেষ ২০১০ সালে কোবরা ড্রিংকসের বিজ্ঞাপনে মডেল হয়েছিলেন এই পপসম্রাট।

২০১১ সালের ৫ জুন সম্মিলিত সামরিক হাসপাতা (সিএমএইচ) -এ মৃত্যু বরণ করেন তিনি। তার মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছিল গভীর শোকের ছাঁয়া।


একুশে সংবাদ/টি/আ

Link copied!