২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে আবারও পাসের হারে ছাত্রীদের আধিপত্য দেখা গেছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় প্রকাশিত ফল অনুযায়ী, সারাদেশে গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ।
এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৭১ দশমিক ০৩ শতাংশ, যেখানে ছাত্রদের হার ৬৫ দশমিক ৮৮ শতাংশ। ফলে চলতি বছরও পাসের হারে এগিয়ে রইলো ছাত্রীরা।
উল্লেখযোগ্যভাবে, এটি টানা দশম বছর যেখানে মেয়েরা ছেলেদের চেয়ে পাসের হারে এগিয়ে আছে। শিক্ষা বোর্ডগুলোর ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সর্বশেষ ২০১৫ সালেই শেষবারের মতো ছেলেরা পাসের হারে এগিয়ে ছিল।
সেই বছর ১১টি বোর্ডে সম্মিলিতভাবে পাসের হার ছিল ৮৭ দশমিক ০৪ শতাংশ। এর মধ্যে ছাত্রদের গড় পাসের হার ছিল ৮৭ দশমিক ৪১ এবং ছাত্রীদের ৮৬ দশমিক ৬৪ শতাংশ।
এরপর থেকে প্রতি বছরই ছাত্রীদের পাসের হার ছাত্রদের চেয়ে বেশি। শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ধারাবাহিকতা ছাত্রীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও আগ্রহের প্রতিফলন।
একুশে সংবাদ/এ.জে