AB Bank
ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার নির্দেশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৮:০৩ পিএম, ৫ এপ্রিল, ২০২১
জবির শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের ঢাকা না ছাড়ার নির্দেশ

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী লকডাউন চলাকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিজ নিজ বাসায় অবস্থান করতে হবে জানিয়ে এবং কাউকে ঢাকা ত্যাগ না করার নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার (৫ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদ্দুজ্জামান সাক্ষরিত এক জরুরি বিজ্ঞতিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যে, গতকাল রোববার (৪ এপ্রিল) জবি/প্রশা-৩২/২০০৭ সংখ্যক স্মারকমূলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেসব বিভাগ বা দপ্তরসমূহ খােলা রাখার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেসব বিভাগ দপ্তর ছাড়াও জরুরি প্রয়োজন অনুযায়ী পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর, নিরাপত্তা, পরিবহণপুলসহ অন্যান্য ইনস্টিটিউট বা  দপ্তর সীমিত জনবল দ্বারা সরকারি স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত আকারে খােলা রাখতে হবে।

এর আগে গতকাল রোববার এক বিজ্ঞপ্তিতে উপাচর্যের দপ্তর, ট্রেজারার দপ্তর, রেজিস্ট্রার দপ্তর, অর্থ ও হিসাব দপ্তর, প্রকৌশল দপ্তর, পরিকল্পনা ও উন্নয়ন দপ্তর এবং প্রক্টর দপ্তর সীমিত জনবল দ্বারা সীমিত আকারে চালু রাখার নির্দেশ দেওয়া হয়। সেই সাথে সব ধরনের অনলাইন কার্যক্রম চালু রাখার জন্য বলা হয়।

একুশে সংবাদ/এ/আ

Link copied!