বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন দুই হাজার টাকা) দেওয়ার সিদ্ধান্তের পর আন্দোলনরত শিক্ষকরা শ্রেণিকক্ষে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার।
রোববার (১৯ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “শিক্ষা মন্ত্রণালয় সবসময় শিক্ষকদের স্বার্থ রক্ষায় সচেষ্ট। বাড়িভাড়া ভাতা বৃদ্ধির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেটি সেই ধারাবাহিকতারই অংশ।”
তিনি আরও বলেন, “আমরা জানি শিক্ষক সমাজের দাবি যৌক্তিক এবং তাদের প্রাপ্য আরও বেশি। তবে বর্তমান আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় যে বরাদ্দ দিয়েছে, সেটি বাস্তব পরিস্থিতির আলোকে একটি ইতিবাচক পদক্ষেপ।”
উপদেষ্টা বলেন, “আমার বিশ্বাস, আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরবেন। অনেক জায়গায় ক্লাস শুরু হয়ে গেছে, বাকি জায়গাগুলোতেও দ্রুত স্বাভাবিক শিক্ষা কার্যক্রম শুরু হবে বলে আশা করছি।”
তিনি শিক্ষক সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা দায়িত্বশীলতার সঙ্গে যা সম্ভব তা করেছি। এখন শিক্ষকরা যদি সেই দৃষ্টিভঙ্গি থেকে বিষয়টি গ্রহণ করেন, তাহলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং শিক্ষা কার্যক্রম বাধাহীনভাবে চলবে।”
এর আগে রোববার সকালে অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়। আগামী ১ নভেম্বর থেকে এ সুবিধা কার্যকর হবে বলে জানানো হয়।
তবে শিক্ষকরা প্রজ্ঞাপনটি প্রত্যাখ্যান করেছেন। তারা বাড়িভাড়া ভাতা ২০ শতাংশ, মেডিকেল ভাতা ১ হাজার ৫০০ টাকা এবং উৎসব ভাতা ৭৫ শতাংশ বৃদ্ধির দাবিতে চলমান অবস্থান ও অনশন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

