AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৮ মে, ২০২৫, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২,৮২০ ডলার, ইতিহাসে রেকর্ড


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৭ পিএম, ২৭ মে, ২০২৫

দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে ২,৮২০ ডলার, ইতিহাসে রেকর্ড

২০২৪-২৫ অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮২০ মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মঙ্গলবার (২৭ মে) প্রকাশিত সাময়িক হিসাব থেকে এ তথ্য জানা গেছে।

গত অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ৭৩৮ ডলার। নতুন হিসাবে ডলারে আয় বেড়েছে ৮২ ডলার। তবে এই বৃদ্ধির পেছনে মূল ভূমিকা রেখেছে বিনিময় হারের পরিবর্তন। চলতি অর্থবছরে গড় বিনিময় হার ধরা হয়েছে প্রতি ডলার ১২০ টাকা ২৯ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ১১১ টাকা ৬ পয়সা।

বিবিএস জানিয়েছে, টাকার অঙ্কে মাথাপিছু আয় দাঁড়িয়েছে ৩ লাখ ৩৯ হাজার ২২১ টাকা, যেখানে গত অর্থবছরে তা ছিল ৩ লাখ ৪ হাজার ১০২ টাকা।

তবে মাথাপিছু আয় কোনো ব্যক্তির সরাসরি আয় নয়। এটি দেশের মোট জাতীয় আয়কে জনসংখ্যার ভিত্তিতে ভাগ করে হিসাব করা হয়। এতে দেশের অভ্যন্তরীণ উৎপাদন ছাড়াও প্রবাসী আয় যুক্ত থাকে।

অর্থনীতিবিদরা বলছেন, মাথাপিছু আয় বাড়লেও তা সাধারণ মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রতিফলিত হচ্ছে না। আয় বৈষম্য, মূল্যস্ফীতি ও বেকারত্ব এখনও বড় চ্যালেঞ্জ। তাই উন্নয়নের এই পরিসংখ্যানকে বাস্তব জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে প্রয়োজন সুষম অর্থনৈতিক পরিকল্পনা।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!