চলতি অর্থবছরে মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত থাকলেও তা কার্যকরে কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,“২০২৫-২৬ অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতা অন্তর্ভুক্ত থাকবে। তবে কত শতাংশ হারে ভাতা দেওয়া হবে, তা পরে জানানো হবে।”
অর্থ উপদেষ্টা আরও জানান, চলমান মূল্যস্ফীতি বিবেচনায় সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা সময়ের দাবি। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের নীতিগত প্রস্তুতি চলছে, এবং বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হবে।
সরকারি চাকরিজীবীদের জন্য শেষবার মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছিল ২০১৫ সালে। এরপর মূল্যস্ফীতি বাড়লেও নতুন করে কোনো মহার্ঘ ভাতা ঘোষণা হয়নি। এ নিয়ে কর্মচারী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল।
অর্থ উপদেষ্টার এ মন্তব্যে সরকারি চাকরিজীবীদের মধ্যে আশার সঞ্চার হয়েছে, যদিও নির্দিষ্ট হারে ভাতার ঘোষণা এখনও আসেনি।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে