AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৯ মে, ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:২৭ পিএম, ১৮ মে, ২০২৫

১৭ দিনে রেমিট্যান্স এলো ১৯ হাজার ৬৪২ কোটি টাকা

চলতি মে মাসের প্রথম ১৭ দিনেই রেমিট্যান্সে ভরপুর বাংলাদেশ। প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৬১ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৯ হাজার ৬৪২ কোটি টাকার বেশি। রোববার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গড় হিসাবে প্রতিদিন দেশে এসেছে ৯ কোটি ৪৭ লাখ ডলার বা প্রায় ১ হাজার ১৫৫ কোটি টাকা। দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও অর্থনৈতিক স্থিতিশীলতায় এটি বড় সহায়তা হিসেবে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, মে মাসের ১৭ দিনে প্রাপ্ত রেমিট্যান্সের মধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৯ কোটি ৩৩ লাখ ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৫ কোটির বেশি, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ৯৬ কোটি ২৭ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩১ লাখ ৩০ হাজার ডলার।

এর আগে গত মার্চ মাসে দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল, ৩২৮ কোটি ৯৯ লাখ ৮০ হাজার ডলার। যার টাকায় পরিমাণ ছিল প্রায় ৪০ হাজার ১৩৮ কোটি। পরের মাস এপ্রিলেও এসেছিল দ্বিতীয় সর্বোচ্চ ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স।

প্রবাসীদের এই ক্রমবর্ধমান রেমিট্যান্স প্রবাহ অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বয়ে আনছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তা বৈদেশিক মুদ্রার সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!