চলতি অর্থবছরের শেষ নাগাদ, অর্থাৎ জুন মাসের শেষে বাংলাদেশ প্রায় ৩ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পাবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বুধবার (১৪ মে) সাংবাদিকদের তিনি জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে আসবে ১.৩ বিলিয়ন ডলার। এছাড়া বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা), এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (এআইআইবি) এবং ওপেক উন্নয়ন তহবিল থেকে আসবে বাকি ২.২ বিলিয়ন ডলার।
এর আগে, বৈদেশিক মুদ্রা বিনিময় হার বাজারভিত্তিক করার উদ্যোগের কথা তুলে ধরেন গভর্নর মনসুর। তবে রপ্তানি আয় এবং রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী থাকায় ডলারের দামে বড় কোনো অস্থিরতা আসবে না বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, "বাজারভিত্তিক বিনিময় হার মানে এই নয় যে যেকোনো দামে ডলার কেনাবেচা হবে। বর্তমান বাজারদরের আশপাশেই বিনিময় হার থাকবে বলে আশা করছি।"
একুশে সংবাদ/চ.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

