বাইকপ্রেমীদের জন্য ইভি মোটরসাইকেল সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দুতে। আর এই আকর্ষণকে পুঁজি করে যুক্তরাজ্যের ইভি বাইক প্রতিষ্ঠান জ্যাপ- তাদের বাজার সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে।
প্রযুক্তিভিত্তিক সংবাদমাধ্যম টেক ক্রাঞ্চ সম্প্রতি এক প্রতিবেদনে জানিয়েছে, ২০২৫ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার বাজারে প্রবেশ করবে জ্যাপের বাইক। শুরুতে ভারতের বাজারে জ্যাপ তাদের বিক্রয় কার্যক্রম চালু করলেও ধাপে ধাপে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোতেও জ্যাপের পরিধি বৃদ্ধির পরিকল্পনার কথা রয়েছে।
এক সাক্ষাৎকারে জ্যাপের প্রধান নির্বাহী সুইন চ্যাটসুয়ান জানান, ভারতের বাজারে আই-৩০০ মডেলের বাইক দিয়ে দক্ষিণ এশিয়ায় তাদের যাত্রা শুরু করার পরিকল্পনা আছে। চলতি মাসে থাইল্যান্ডে জ্যাপ বাইক বিক্রি শুরুর পর দারুণ সাড়া পেয়েছে।
২০২৫ সালে ভারতের বাজারে ৫ হাজার বাইক বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছে জ্যাপ। ২০২৬ সালের মধ্যে বিশ্ববাজারে বাইক বিক্রির লক্ষ্যমাত্রা ২৫ হাজারে উন্নীত করেছে প্রতিষ্ঠানটি।
একুশে সংবাদ/বিএইচ