AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আবার বাড়লো সোনার দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৩ পিএম, ১৫ এপ্রিল, ২০২৩

আবার বাড়লো সোনার দাম

দেশের বাজারে সোনার দাম কিছুটা কমানোর পর আবার বাড়ানোর ঘোষণা দিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ভালমানের সোন্র দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা। 

 

রোববার (১৬ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর করা হবে।

 

শ‌নিবার (১৫ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বাজুসের ঘোষণা অনুযায়ী, উন্নতমানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ২৮৩ টাকা বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৪৪৪ টাকা।

 

২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দর ১ হাজার ২২৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন দর নির্ধারণ করা হয়েছে ৯৩ হাজার ৯৫৪ টাকা। ভরিপ্রতি ১৮ ক্যারেট স্বর্ণের মূল্য বেড়েছে ৭৫০ টাকা। নতুন দাম ধার্য করা হয়েছে ৮০ হাজার ৫৪০ টাকা।


এছাড়া সনাতন স্বর্ণের মূল্য ভরিতে বৃদ্ধি পেয়েছে ৮৭৪ টাকা। ধাতুটির দর ঠিক করা হয়েছে ৬৭ হাজার ১২৬ টাকা।

এর আগে গত ১০ এপ্রিল স্বর্ণের দর কমানো হয়। অর্থাৎ তার ৫ দিন পরই মূল্যবান ধাতুটির মূল্য বৃদ্ধি পেলো।


এরও আগে গত ২ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। সবচেয়ে ভালো মানের প্রতি ভরির দর ১ হাজার ৫১৬ টাকা বৃদ্ধি পায়। তাতে মূল্য দাঁড়ায় ৯৯ হাজার ১৪৪ টাকা।

 

একুশে সংবাদ.কম/ন.ট.প্র/জা.হা

Shwapno
Link copied!