AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডলারের আকাশচুম্বী দাম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৩:৩৩ পিএম, ১০ আগস্ট, ২০২২
ডলারের আকাশচুম্বী দাম

 

একদিনের ব্যবধানে খোলাবাজারে ডলারের দাম ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১২০ টাকা হয়েছে। তবে এ দামেও আশানুরূপ ডলার মিলছে না। এর আগে কখনও একদিনে ডলারের দর এত বাড়েনি। সোমবার (১০ আগস্ট) ডলার ১১৫ টাকা ৬০ পয়সায় বিক্রি হয়।

 

বুধবার (১০ আগস্ট) খোলাবাজারে প্রতি ডলার বিক্রি হয় ১২০ টাকায়।

 

শুধু খোলাবাজারে নয়, বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তেও ১০৮ থে‌কে ১১০ টাকার উপরে নগদ ডলার বি‌ক্রি হচ্ছে। খোলাবাজারের সাথে ব্যাংকের আমদানি, রপ্তানি ও রেমিট্যান্সেও ডলারের দর অনেক বেড়েছে

 

রাজধানীর মতিঝিলে বেশ কয়েকটি মানি এক্সচেঞ্জের দোকানে খোঁজ নিয়ে জানা গেছে, খোলাবাজারে তীব্র সংকট রয়েছে ডলারের। বিক্রির চেয়ে কিনছে বেশি। তবে বিক্রি করার লোক নেই। আবার এতোদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না।

 

সংশ্লিষ্টরা বলছেন, খোলাবাজার থেকে যে কেউ ডলার কিনতে পারেন। ব্যাংক থেকে কিনতে পাসপোর্ট এনডোর্সমেন্ট করতে হয়। যে কারণে অনেকে এখন খোলাবাজার থেকে ডলার কিনে শেয়ারবাজারের মতো বিনিয়োগ করছেন, যা অবৈধ।

 


দে‌শে খোলাবাজারে ডলার প্রথমবারের মতো ১০০ টাকার ঘর পেরিয়ে যায় গত ১৭ মে। এরপর আবার কমে আসে। প‌রে গত ১৭ জুলাই ফের ১০০ টাকা অতিক্রম করে। গত মা‌সের শেষ দিক নগদ ডলার ১১২ টাকায় উ‌ঠে‌ছিল।

 

একুশে সংবাদ.কম/শ.হ.জা.হা

Link copied!