AB Bank
ঢাকা সোমবার, ০২ অক্টোবর, ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এক হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত আইসিবির 


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৪৮ পিএম, ২৭ ডিসেম্বর, ২০২১
এক হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যুর সিদ্ধান্ত আইসিবির 

ছবি: সংগৃহীত

দেশের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এক হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্যদের অনুমোদন সাপেক্ষে ১০ বছরের জন্য ১ হাজার কোটি টাকার ‘আইসিবি ফাস্ট মুদারাবা সুকুক’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে৷ 

১০ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-লিস্টেড এবং প্রবর্তিত এই বন্ডের অভিহিত মূল্য এক হাজার টাকা। বাংলাদেশের সকল নাগরিক (আবাসিক এবং অনাবাসি), প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, দেশি ও বিদেশী কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেশন, অন্যান্য সমস্ত সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব ও সমিতি এই বন্ডে বিনিয়োগ করতে পারবে।

প্রতিষ্ঠানটিতে ১০০ ইউনিটের লটের জন্য এক লাখ টাকা এবং ৫ ইউনিটের লটের জন্য ৫ হাজার টাকা বিনিয়োগ করা যাবে। সুকুকে বিনিয়োগকৃত মূলধেনের ২০ শতাংশ প্রতিটি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম বছরের শেষে প্রদান করা হবে। সুকুকের বাকি অংশ দশম বছরের শেষে বাজার মূল্যে পরিশোধ করা হবে।

একুশে সংবাদ/বাবু

Link copied!