দেশের প্রধান শেয়ারবাজারে তালিকাভুক্ত ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এক হাজার কোটি টাকার সুকুক বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, কোম্পানির পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্যদের অনুমোদন সাপেক্ষে ১০ বছরের জন্য ১ হাজার কোটি টাকার ‘আইসিবি ফাস্ট মুদারাবা সুকুক’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে৷
১০ বছর মেয়াদী এই বন্ডের বৈশিষ্ট্য হচ্ছে নন-লিস্টেড এবং প্রবর্তিত এই বন্ডের অভিহিত মূল্য এক হাজার টাকা। বাংলাদেশের সকল নাগরিক (আবাসিক এবং অনাবাসি), প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যেমন ব্যাংক, বীমা ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান, দেশি ও বিদেশী কোম্পানি, সরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেশন, অন্যান্য সমস্ত সামাজিক প্রতিষ্ঠান যেমন ক্লাব ও সমিতি এই বন্ডে বিনিয়োগ করতে পারবে।
প্রতিষ্ঠানটিতে ১০০ ইউনিটের লটের জন্য এক লাখ টাকা এবং ৫ ইউনিটের লটের জন্য ৫ হাজার টাকা বিনিয়োগ করা যাবে। সুকুকে বিনিয়োগকৃত মূলধেনের ২০ শতাংশ প্রতিটি ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম বছরের শেষে প্রদান করা হবে। সুকুকের বাকি অংশ দশম বছরের শেষে বাজার মূল্যে পরিশোধ করা হবে।
একুশে সংবাদ/বাবু
আপনার মতামত লিখুন :