AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত


Ekushey Sangbad
আনোয়ার হোসেন, কুড়িগ্রাম
০৩:৫৮ পিএম, ১ ডিসেম্বর, ২০২৫

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ উপলক্ষে কুড়িগ্রামে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

"নারী ও কন্যা শিশুর প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি" এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপন উপলক্ষে কুড়িগ্রামে বর্নাঢ্য র‍্যালী ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

কুড়িগ্রাম জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (১লা ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি বর্নাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ।

এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম কুদরত-এ-খুদা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোছাঃ সোহেলী পারভীন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, জামায়াতে ইসলামীর জেলা সেক্রেটারী নিজাম উদ্দিন, ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক রনি, সদর থানার ওসি হাবিবুল্লাহ, এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে নারী নির্যাতন প্রতিরোধে কাজ করা বিভিন্ন এনজিও সহ নারী প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জেলা প্রশাসক মিজ্ অন্নপূর্ণা দেবনাথ বলেন, আমরা নারীরা যারা আজকে এই অবস্থানে এসেছি, তারা অনেক বাঁধা পেরিয়ে নিজেদের অবস্থান তৈরী করেছি। স্বামী কর্তৃক নারীরা শারীরিক, মানসিক, অর্থনৈতিক সহ নানাভাবে নির্যাতনের শিকার হোন। এছাড়া কর্মক্ষেত্রে নারীরা বৈষম্যের শিকার হোন। নারীদের প্রতি নির্যাতন ও বৈষম্য দূরী করণে ধর্মীয় নেতৃবৃন্দ সহ সকলকে ভুমিকা রাখার আহ্বান জানান তিনি।

 

একুশে সংবাদ/ সাএ

 

Link copied!