রাজশাহী জেলা মাইক্রোবাস, জিপ ও কার শ্রমিক ইউনিয়নের তানোর আজিজপুর শাখার কার্যালয় সোমবার সকালে কলমা ইউনিয়নের আজিজপুর বাজারে উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে তানোর শাখার সভাপতি হাফিজুর রহমান সভাপতিত্ব করেন এবং জেলা কমিটির সাধারণ সম্পাদক জিলহাজ্ব হোসেন সঞ্চালনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আরাফাত হোসেন ইমন ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম পলাশ।
উদ্বোধনের পর নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটিতে দায়িত্বপত্র পান—
সভাপতি: হাফিজুর রহমান
সহসভাপতি: আব্দুল মালেক
সাধারণ সম্পাদক: শরিফুল ইসলাম শরিফ
সাংগঠনিক সম্পাদক: আব্দুল কাদের
সহ ১১ সদস্য।
জেলা কমিটির অতিথিরা বলেন, “এতদিন আমাদের কোনো লাইসেন্সপ্রাপ্ত সমিতি বা ফেডারেশন ছিল না। আল্লাহর রহমতে এখন আমরা একটি বৈধ সমিতি গঠন করতে পেরেছি। ভবিষ্যতে এটি বাংলাদেশ জুড়ে প্রসারিত হবে। সকল ড্রাইভার ও শ্রমিক ভাইদের একযোগে কাজ করে এগিয়ে যেতে হবে।”
একুশে সংবাদ/ সাএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

