মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও গ্রামের রাস্তা সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২ নভেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বেলাগাঁও গ্রামের শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, বেলাগাঁও গ্রামে প্রায় ২০ হাজার মানুষ বসবাস করে এবং ৬ হাজার ভোটার রয়েছেন। এ গ্রামের ওপর দিয়ে এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরে যাতায়াতের প্রধান রাস্তা গেছে। দেশের অর্থনীতিতে এই গ্রামের কৃষি, মৎস্য ও পর্যটন গুরুত্বপূর্ণ অবদান রাখলেও স্বাধীনতার ৫৪ বছরেও গ্রামে কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি। বক্তারা অবিলম্বে রাস্তা সংস্কার ও নতুন রাস্তা নির্মাণ না হলে আরও কঠোর আন্দোলনের হুমকি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন: মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সেলিম আহমেদ, বেলাগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এরশাদ আলী, কৃষ্ণনগর-বাছিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম, তরুণ ছাত্রনেতা নাঈম আহমেদ, আমির হোসেন, ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান জমির, ইউপি সদস্য আবুল কাশেম, জামায়াত নেতা ফারুক আহমেদ, বিশিষ্ট সমাজসেবক নুরুল আলম, রুবেল আহমেদ, শাহিন আহমেদ, সুহেল আহমেদ ও কৃষি উদ্যোক্তা সাইফুল ইসলাম প্রমুখ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

