গোপালগঞ্জের মুকসুদপুরের সালিনাবক্স দাখিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর) দুপুরে মাদ্রাসা প্রাঙ্গণে শুভেচ্ছা উপহার হিসেবে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ আশরাফউজ্জামানের সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক শরিফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ হুমায়ুন লস্কর, সমাজসেবী মোঃ হানিফ লস্কর, অভিভাবক সদস্য মোঃ সোহেল তালুকদার, সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাদেরসহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় আব্দুল্লাহ আল মামুন বলেন, এসব শিশুরা আমাদের ভবিষ্যৎ। তাদের শিক্ষা, নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমরা সবসময় পাশে থাকতে চাই। মানবিক দায়িত্ববোধ থেকেই এই ছোট্ট উপহার।
সভায় বক্তারা বলেন, শীতকালীন সময়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের মনোবল বৃদ্ধি ও শিক্ষার পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইনডিপেনডেন্ট টেলিভিশনের সম্পাদক আব্দুল্লাহ আল মামুন শিক্ষার্থীদের হাতে শীতবস্ত্র তুলে দেন।
শিক্ষার্থীরা উপহার পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
একুশে সংবাদ / সাএ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

