AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০১ ডিসেম্বর, ২০২৫, ১৬ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অনিয়মের অভিযোগে মাউশি কর্তৃক প্রধান শিক্ষকের এমপিও স্থগিত, অবৈধভাবে বিদ্যালয় থেকে বেতন নিচ্ছেন মাসে ৬২ হাজার



অনিয়মের অভিযোগে মাউশি কর্তৃক প্রধান শিক্ষকের এমপিও স্থগিত, অবৈধভাবে বিদ্যালয় থেকে বেতন নিচ্ছেন মাসে ৬২ হাজার

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অনিয়মের অভিযোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ( মাউশি) কর্তৃক  আর্থিক অনিয়মের অভিযোগে সরকারি বেতনের অংশ (এমপিও) স্থগিত থাকলেও ২০২৪ সাল থেকে নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধ প্রভাব বিস্তারের মাধ্যমে প্রতিমাসে ৬২ হাজার টাকা বেতন বাবদ উত্তোলণ করছেন এক প্রধান শিক্ষক।

উপজেলার অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ এনে প্রধান শিক্ষকের অপসারণ ও বিদ্যালয়ের বেতনভাতা স্থগিত করার আবেদন জানিয়ে গত রবিবার (৩০ নভেম্বর) উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, অরুয়াইন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী-এর এমপিও (সরকারি বেতন) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) কর্তৃক জানুয়ারী ২০২৪ ইং হতে অদ্যবদী পর্যন্ত স্থগিত রয়েছে। কিন্তু তিনি বিগত ২৩ মাস যাবত বিদ্যালয়ের স্কুল ফান্ড/বিদ্যালয় অংশ থেকে এমপিও সমপরিমাণ বেতন ও স্কুল অংশের বেতন বাবদ মোট ৬২ হাজার টাকা প্রতি মাসে উত্তোলন করে আসছেন। উক্ত কার্যক্রম জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০২১-এর ২৬ (খ) অনুচ্ছেদ এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সরকারি বেতন বিধি ২০১৯-এর ধারা ৪ ও ৭অনুসারে বেআইনি। নীতিমালার ২৬ (খ) অনুচ্ছেদ অনুযায়ী, এমপিও স্থগিত থাকা অবস্থায় সরকারি বেতন গ্রহণ করা বা স্কুল ফান্ড থেকে অতিরিক্ত অর্থ উত্তোলন দায়িত্বজ্ঞানহীন ও শাস্তিযোগ্য অপরাধ।

টাকা উত্তোলনের বিষয়ে অরুয়াইল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ সাদী বলেন, আমাকে স্কুল থেকে কমিটি রেজুলেশন করে লোন দিচ্ছেন আমি আবার বেতন পেলে এগুলো ফেরত দিতে হবে।

এ বিষয়ে সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুবকর সরকার বলেন, যদি কোন অনিয়ম হয়ে তাকে জিডি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।  

 

একুশে সংবাদ / সাএ

 

 

Link copied!