AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চালক শ্রমিকদের মোহাম্মদপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত


Ekushey Sangbad
রফিকুল ইসলাম রাফি
০৫:০১ পিএম, ২৮ নভেম্বর, ২০২৫

চালক শ্রমিকদের মোহাম্মদপুর শাখার নির্বাচন অনুষ্ঠিত

আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সকলের অংশ গ্রহণে বাংলাদেশ আন্ত:জিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন এর মোহাম্মদপুর শাখার ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ব্যানারে পোস্টারে ছেয়ে গেছে পুরো নির্বাচনী এলাকা। শ্রমিকদের উন্নয়নে কাজ করার প্রত্যাশা প্রার্থীদের। উন্নয়নের প্রার্থীদের জয়ী করার আহবান ভোটারদের। সুষ্ঠ নির্বাচন পরিচালনায় সকল পদক্ষেপ নেওয়া কথা বলেন এই নির্বাচনের, নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার।

শুক্রবার (২৮ নভেম্বর ) রাজধানী মোহাম্মদপুর বছিলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ্যা ১৭৪২ জন। সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। একটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মোঃ শাহ্ জালাল লুলু। 

নির্বাচনে সভাপতি পদে মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ নসু মিয়া ও মোঃ সহিদুল ইসলাম, কার্যকরী সভাপতি পদে আ: খালেক ও মোঃ হুমায়ন কবির, সহ-সভাপতি মোঃ আলমগীর, মোঃ আলামিন, মোঃ জামাল মিয়া ও মোঃ স্বপন, যুগ্ম-সম্পাদক পদে মোঃ আলম ও মোঃ ফিরোজ, সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর ও জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেন ও মোঃ সোহাগ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কাশেম সরদার ও মোহাম্মদ মোশারফ, অর্থ সম্পাদক মোঃ ফারুক হোসেন ও মোঃ মাহবুব আলম, দপ্তর সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বাচ্চু ও মোঃ শাহাবুদ্দিন, প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম খান ও মোঃ নূর নবী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ মিজান ও মোঃ রেজাউল করিম হেজু এবং সদস্য পদে মোঃ আসলাম, মোঃ খোকন, মোঃ জাহাঙ্গীর, মোঃ বেলায়েত হোসেন, মোঃ বাদশাহ মিয়া, মোঃ নূরুল ইসলাম, মোঃ মনির পালোয়ান, মোঃ রতন কুশা ও মোঃ লতিফ প্রতিদ্বন্দ্বিতা করেন।

প্রার্থীরা একুশে সংবাদকে বলেন, এই নির্বাচনে আমরা সকলে ভাই ভাই, যারাই যখনি বিপদে পড়বে আমরা সব সময় তাদের পাশে থাকব। এই ইউনিয়নের উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। জয়ী হলে ইশতেহার বাস্তবায়নে সকল ধরনের পদক্ষেপ নেব। 

ভোটাররা বলেন, নির্বাচনে অংশ গ্রহণ করা সকল প্রার্থী আমাদের আপনজন। সবাইকে তো জয়ী করতে পারবোনা তবে যেই জয়ী হবে সে সকলকে নিয়ে এই ইউনিয়নের উন্নয়নে কাজ করবে এটা আমাদের প্রত্যাশা। ইউনিয়নের সকল সদস্যদের সুখে-দুঃখে পাশে থাকবে এটাই আমাদের কাম্য। 

এই নির্বাচন কমিশনের চেয়ারম্যান মোঃ আব্দুস ছাত্তার বলেন, খুবই সুন্দর একটি নির্বাচন পরিচালনা করার জন্য সকল ধরনের পদক্ষেপ নিয়েছি। প্রার্থীরা একে অপরের প্রতি আন্তরিক। কোন বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নেই। যে কোন ধরনের অপ্রতিকর ঘটনা রোধে আইন শৃঙ্খলা রক্ষা কারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিটির ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান চৌধুরী, সচিব হাজী মোঃ জহির হোসেন, যুগ্ন-সচিব মোঃ হাসান হাওলাদার, সদস্য মোঃ শাকিল, মোঃ নিরব, মোঃ ফয়েজ ও মোঃ মন্টু মিয়া।

 

একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে

Link copied!