লক্ষ্মীপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রায়পুর মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় র্যাব অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ গাড়ির চালক মাহীনুল ইসলাম সামিন (২০) কে আটক করেছে। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার শামিরখীল গ্রামের মোহাইমিনুল ইসলামের পুত্র।
র্যাব-১১ নোয়াখালী ও লক্ষ্মীপুর অঞ্চলের কমান্ডার মিঠুন কুমার কুন্ডু বুধবার বিকেলে সাংবাদিকদের জানান, গোপন সংবাদ পেয়ে দুপুরে শহরের বিসিক শিল্পনগরী এলাকায় একটি পিকআপ গাড়ী (রেজিস্ট্রেশন নং ঢাকা মেট্রো-ন-২১-৯৬০৪)-তে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত গাড়ির চালক সামিনকে গ্রেফতার করা হয়েছে।
কমান্ডার মিঠুন কুমার কুন্ডু আরও জানান, তার বিরুদ্ধে কুমিল্লা নাঙ্গলকোট থানায় একটি মাদক মামলা রয়েছে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

