রাজশাহীর তানোর উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ উপলক্ষে মেলা, উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ওয়াজেদ আলী। উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মাহাবুবুল আলম সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) বার্নাবাস হাসদা, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ, উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী, জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী জাকির হোসেন, ভেটেরিনারি সার্জন ডা. সুমন মিঞা, সাংবাদিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি, পল্লী চিকিৎসক এবং স্থানীয় জনসাধারণসহ বিভিন্ন এলাকার কৃষক ও খামারিরা।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতকে টেকসই ও আধুনিক করার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। ‘নীরোগ জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদ হবে শক্তিশালী’ প্রতিপাদ্য তুলে ধরে দুধ, ডিম ও মাংস উৎপাদন বৃদ্ধি, রোগ প্রতিরোধ, খামারিদের দক্ষতা উন্নয়ন এবং প্রযুক্তি-নির্ভর খামার ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এসময় তানোর উপজেলার বিভিন্ন এলাকার খামারি, কৃষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সপ্তাহব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে তানোরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ পালিত হবে। এর আওতায় খামারিদের প্রশিক্ষণ, পরামর্শ সেবা, রোগ নির্ণয় ক্যাম্প এবং সচেতনতামূলক প্রচারণা পরিচালনা করা হবে। উপস্থিত সকলের জন্য ট্রিশার্ট, প্যাড, কলম এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

