নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোবাইল কোর্টের মাধ্যমে তিতাসের অভিযানে ২৩৫টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় একটি হোটেল মালিককে ১ লাখ টাকা জরিমানা এবং ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত বানিয়াদি, হাসেম পেপার, পাড়াগাঁও ও ডহরগাঁও এলাকায় ৫টি স্পটে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় মোট ১৬৪টি বাড়ির ২৩৫টি চুলার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ডহরগাঁও-এর ধানসিঁড়ি রেস্টুরেন্ট এন্ড সুইটসের মালিককে জরিমানা ও কারাদণ্ড দেওয়া হয়।
এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খন্দকার শমিত রাজা এবং রূপগঞ্জ জোনের ম্যানেজার প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম অভিযানের নেতৃত্ব দেন। এছাড়া রূপগঞ্জ জোনের সহকারী প্রকৌশলী রায়হান, তিতাস কতৃপক্ষ এবং বিপুল সংখ্যক পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাস কতৃপক্ষরা জানান, রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে, সেখানে অভিযান পরিচালনা করা হবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

