চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সবচেয়ে বেশি উচ্চারিত রাজনৈতিক নেতৃত্বের নাম নিঃসন্দেহে তারেক রহমান। যিনি দেশে না থেকেও আছেন। পাশে না থেকেও যার ছায়া ঘিরে আছে দলীয় নেতাকর্মীসহ দেশের আপামর মানুষকে—মন্তব্যটি করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও (বাগেরহাট-৪) আসন থেকে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।
বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বাগেরহাটের শরনখোলা উপজেলার রায়েন্দা ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপির ৩১ দফা ও ধানের শীষের প্রচারণা শীর্ষক এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় জেলা বিএনপির এ নেতা আরও বলেন, “দীর্ঘ ২৫ বছর আপনাদের পাশে ছিলাম। আমার রাজনৈতিক পথচলায় আমি কখনো মোরেলগঞ্জ ও শরনখোলাকে আলাদা করে দেখিনি। আমি দলের দুঃসময়ে আপনাদের রেখে যাইনি। আপনারই আমার শক্তি ও মনোবল। আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বিগত বছরগুলোতে সকল সাংগঠনিক কার্যক্রমে আপনাদের পাশে ছিলাম।”
শরনখোলা উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুল, বাগেরহাট জেলা বিএনপির সদস্য, রায়েন্দা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোল্লা ইছাহাক আলী, মোরেলগঞ্জ পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন সহ শরনখোলা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পথসভায় উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

