নেত্রকোণার মদন উপজেলা সদরের আলহাজ্ব মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মদন ফায়ার সার্ভিস স্টেশনের পাশাপাশি আরও দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘন্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
মদন ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী জানান, অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ৭৭ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসময় আগুনের হাত থেকে ৩ কোটি ৬১ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়। তবে ৩৬ লাখ ৪০ হাজার টাকার নগদ অর্থসহ মূল্যবান পণ্য পুড়ে ছাই হয়ে গেছে।
স্থানীয় ব্যবসায়ী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে প্রতিদিনের মতো ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়ি ফিরেছিলেন। বুধবার সকালে আলহাজ্ব মহিউদ্দিন মার্কেটের পশ্চিম গলির ‘মা অর্ণালী বস্ত্র বিতান’ থেকে ধোঁয়া বের হতে দেখে পাশের ব্যবসায়ীরা আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে ভয়াবহ রূপ নেয়।
এদিকে, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও তাদের পরিবার চরম হতাশা ও দুশ্চিন্তায় পড়েছেন। তারা জরুরি ভিত্তিতে সরকারি সহযোগিতা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন।
অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে নিশ্চিত করা যায়নি। তবে ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানা যাবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

