“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো ফরিদপুরের চরভদ্রাসনেও প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ প্রদর্শনী উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রেফায়েত উল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোছাইন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. মোঃ রবিউল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ জাহীদ তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা বলেন, বেকারত্ব দূরীকরণ, প্রাণিজ প্রোটিন উৎপাদন বৃদ্ধিসহ আধুনিক প্রযুক্তিনির্ভর খামার সম্প্রসারণে নতুন উদ্যোক্তা তৈরি জরুরি। এ ধরনের প্রদর্শনী খামারিদের উৎসাহিত করে এবং প্রাণিসম্পদ খাতকে গতিশীল করে তোলে।
পরে র্যালীতে অংশগ্রহণ শেষে আমন্ত্রিত অতিথিরা প্রদর্শনীর বিভিন্ন স্টল পরিদর্শন করেন। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে খামারিদের আনা গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি ও অন্যান্য প্রাণিসম্পদের বিভিন্ন জাতের প্রদর্শনী তাঁরা ঘুরে দেখেন।
অনুষ্ঠানের শেষে সফল খামারি ও উদ্যোক্তাদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

