“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের মাদারগঞ্জে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫। র্যালি, আলোচনা সভা ও উদ্যোক্তাদের প্রাণবন্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয় প্রাণিসম্পদ উন্নয়নের এক মিলনমেলায়।
বুধবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রিজভী আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল আমিন। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌফিকুল ইসলাম খালেক, উপজেলা বিআরডিবি কর্মকর্তা রুহুল আমিন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুস্মিতা দত্ত প্রমুখ।
প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট ২৫টি স্টল বসে। এসব স্টলে প্রদর্শিত হয় দেশীয় ও উন্নত জাতের পশুপাখি, দুগ্ধজাত ও মিষ্টিজাত পণ্য, আধুনিক কৃষিযন্ত্র, খামার ব্যবস্থাপনার প্রযুক্তি এবং নানা উদ্ভাবনী কার্যপদ্ধতি।
উদ্যোক্তা, কৃষক ও দর্শনার্থীদের ভিড়ে প্রদর্শনীস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাতে আধুনিক প্রযুক্তির প্রসার ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

