AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
গবিতে র‍্যাগিং

বাসা থেকে ডেকে নিয়ে রাতভর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিচার দাবি


Ekushey Sangbad
নাজমুল করিম, সাভার, ঢাকা
০৫:৩২ পিএম, ২৫ নভেম্বর, ২০২৫

বাসা থেকে ডেকে নিয়ে রাতভর শিক্ষার্থীকে মারধরের অভিযোগ, বিচার দাবি

ঢাকার সাভারের আশুলিয়ায় গণ বিশ্ববিদ্যালয়ে শের আলী (২০) নামের এক শিক্ষার্থীকে মেসে ডেকে নিয়ে রাতভর মারধরের অভিযোগ উঠেছে কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার পাথালিয়া ইউনিয়নের নলাম এলাকায় একটি ভাড়া মেস বাসায় এ ঘটনা ঘটে। রাতেই শের আলীকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্তরা হলেন—অন্তু দেওয়ান (২২), মেহেদী হাসান (২১) এবং আশরাফুল (২২)। তারা গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী। ভুক্তভোগী শের আলী একই বিভাগের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী। তিনি রংপুরের পীরগঞ্জের মাহমুদপুর এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বিকেলের দিকে প্রথমে অভিযুক্তরা তাকে ও তার বন্ধুদের ডেকে নিয়ে আশরাফুলের বাসায় পাঠায়। কথাবার্তার একপর্যায় তাকে হুমকি দেওয়া হয়, ফলে তিনি বাসায় ফিরে যান। রাত ৯টার দিকে অভিযুক্তরা আবার তাকে খিচুড়ি খেতে ডেকে নেয় এবং খাওয়ার পর অন্যদের বিদায় দিলেও তাকে আটকে রাখে। রাতভর তাকে চড়, থাপ্পড়, লাথিসহ শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। ভোরে ক্ষমা চাওয়ার পরিপ্রেক্ষিতে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে শের আলীকে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসক ডা. নকিব জাহাঙ্গীর জানিয়েছেন, শিক্ষার্থীর মাথা, মুখমণ্ডলসহ সারা গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। শারীরিক নির্যাতনের কারণে পুরোপুরি সুস্থ হতে কয়েক দিনের সময় লাগবে।

শের আলী অভিযোগ করেছেন, অভিযুক্তরা তাকে ভাঙচুরের পাশাপাশি অশ্লীল নির্দেশ দেয়। তিনি আশা করেন, বিষয়টির যথাযথ বিচার হবে এবং থানায় লিখিত অভিযোগ করবেন।

অভিযোগের বিষয়ে অন্তু দেওয়ান কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

গণ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্য সচিব কনক চন্দ্র রায় বলেন, “হাসপাতালে শিক্ষার্থীকে দেখে বিষয়টি পর্যবেক্ষণ করেছি। ভিসিসহ বিষয়টি নিয়ে বসা হয়েছে। পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান, বিষয়টি এখনও জানা নেই। শিক্ষার্থী লিখিত অভিযোগ করলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মঙ্গলবার সকালে ভুক্তভোগীর সহপাঠীরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছেন। অভিযোগ, অভিযুক্তরা পরে তাদের হুমকি দেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!