ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় বিনা উদ্ভাবিত স্বল্পমেয়াদী ও অধিক ফলনশীল বোরো ধানের জাত বিনা ধান-২৪ ও বিনা ধান-২৫ সম্প্রসারণের লক্ষ্যে কৃষক সমাবেশ ও বীজ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) বিকেলে তারাকান্দা উত্তর বাজারস্থ ঈদগাহ মাঠে এই সমাবেশ ও বীজ বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তারাকান্দা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ ড. মোঃ শফিকুল ইসলাম শফিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিনা বোর্ড অব ম্যনেজমেন্টের সদস্য কৃষিবিদ একে এম আনিচ্ছুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কৃষিবিদ শফিকুল আলম, ড. জুলকার নাইম এবং ড. মোঃ সাদেকুজ্জামান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিনার গবেষণা কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের পরিচালক ড. মোঃ মাহবুবুর আলম তরফদার।
সঞ্চালনায় ছিলেন কৃষিবিদ মোঃ ফরহাদ হোসেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুস সালাম তালুকদার, ময়মনসিংহ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রিপন তালুকদার, তারাকান্দা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজি আব্দুল বাতেন, রাসেল মন্ডল, রাকিব তালুকদার, আসাদ উল্লাহ আসাদ, যুবদলের নেতা এস এম আমিনুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম রাব্বানী এবং তারাকান্দা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিশাদ আহমেদ সাদ্দাম প্রমুখ।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

