AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ


Ekushey Sangbad
মো. রবিউল ইসলাম খান, লক্ষ্মীপুর
০৩:১০ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। রবিবার (১৬ নভেম্বর) সকালে শহরের ইলেভেন কেয়ার একাডেমির স্কুল প্রাঙ্গণে লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ থানা জামায়াতের আয়োজন এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর মহানগর জামায়াতের সেক্রেটারি ও লক্ষ্মীপুর-৩ আসনের দলীয় প্রার্থী ড. মুহাম্মদ রেজাউল করিম। এ সময় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের ৩০ জন অসহায় প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়।

ড. রেজাউল করিম বলেন, প্রতিবন্ধীরা দেশের ও পরিবারের বোঝা নয়, তারা দেশের সম্পদ। তাদের সঠিকভাবে পরিচর্যা করলে দেশের উন্নয়নে বড় ভূমিকা রাখবে। সরকারের পক্ষ থেকে প্রতিবন্ধীদের জন্য যে বরাদ্দ থাকার কথা, তা দিতে না পারা সরকারের ব্যর্থতা। এমনকি সরকারি ভাতার টাকাও অসাধু রাজনীতিবিদ ও আমলারা আত্মসাৎ করে—এমন অভিযোগ করেন তিনি। তিনি বলেন, “আপনারা প্রয়োজনে ভিক্ষা করে খান, কিন্তু এতিম, অসহায় ও প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করবেন না।” আগামী দিনে দাঁড়িপাল্লা প্রতীকে বিজয়ী হলে লক্ষ্মীপুরে প্রতিবন্ধীদের সেবার জন্য আলাদা হাসপাতাল স্থাপনের ঘোষণা দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহ-সেক্রেটারি মাওলানা নাছির উদ্দীন মাহমুদ, শহর জামায়াতের আমীর এডভোকেট আবুল ফারাহ নিশান, নায়েবে আমীর মাওলানা জহিরুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি শামছুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!