AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উৎসবমুখর পরিবেশে সিংগাইরে ফুটবল খেলা অনুষ্ঠিত


Ekushey Sangbad
সায়েম খান, জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
০৮:৫০ পিএম, ১৪ নভেম্বর, ২০২৫

উৎসবমুখর পরিবেশে সিংগাইরে ফুটবল খেলা অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশ, জমকালো আয়োজন আর দর্শকপূর্ণ মাঠ—সব মিলিয়ে দারুণ এক আবহে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হলো গ্রাজুয়েটস অ্যাসোসিয়েশন অব জামির্ত্তা আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচ।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে মুখোমুখি হয় জনপ্রিয় দুই দল—জামির্ত্তা মুক্তাঙ্গন সংঘ ও জামির্ত্তা জনকল্যাণ অ্যাসোসিয়েশন।

টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচে শুরু থেকেই আক্রমণ–প্রতি-আক্রমণে ব্যস্ত ছিল উভয় দল। তবে নির্ধারিত সময়ের একমাত্র জয়সূচক গোলটি করে এগিয়ে যায় জনকল্যাণ অ্যাসোসিয়েশন। শেষ পর্যন্ত সেই গোলই তাদের শিরোপা নিশ্চিত করে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের খেলোয়াড়দের ছন্দ, গতি ও নিখুঁত সমন্বয় মাঠে উপস্থিত হাজারো দর্শককে মুগ্ধ করে।

ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা জাবেদ ওমর বেলিম গুল্লু এবং দি প্লাস্টিসিটির ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এম মোহাম্মদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—সায়ান রিসোর্সের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ,ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সাইফ,এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সদর আলী হাসান,ব্যবসায়ী মোদাব্বির হোসেন খান,মোঃ সারোয়ার মোল্লা,সৈয়দ মোঃ শরিফুল আলম, মোঃ আসলাম হোসেন ও আহমেদ উল্লাহ।এ ছাড়াও খেলা উপভোগ করেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।

মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যেই সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণের মাধ্যমে পর্দা নামে এ বছরের জমজমাট ফুটবল উৎসবের।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!