তিস্তা নদী রক্ষা এবং "তিস্তা মহাপরিকল্পনা" দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা`র উদ্যোগে এক শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৪ নভেম্বর) জাতীয় সংসদের দক্ষিণ পার্শ্বে মানিক মিয়া এভিনিউ-তে এই মানববন্ধনের আয়োজন করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা`র প্রধান পৃষ্ঠপোষক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক এবং কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
এ সময় তিস্তা নদী রক্ষা আন্দোলন এর সমন্বয়কবৃন্দ, রংপুর বিভাগ সমিতি, ঢাকা`র নেতৃবৃন্দ, লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা`র নেতৃবৃন্দ, ঢাকাস্থ রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা সমিতির নেতৃবৃন্দ, কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির নেতৃবৃন্দ, ঢাকাস্থ লালমনিরহাট জেলা ছাত্র কল্যাণ পরিষদ, ঢাকাস্থ লালমনিরহাট জেলার বাসিন্দা, শিক্ষার্থী, সাংবাদিক, ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, তিস্তা নদী শুধু একটি নদী নয়, এটি উত্তরাঞ্চলের কৃষি, অর্থনীতি ও পরিবেশের প্রাণ। ভারতের একতরফা পানি প্রত্যাহার, বাঁধ নির্মাণ এবং নদীখাল ভরাটের কারণে তিস্তা আজ বিলুপ্তির পথে। সবাই তিস্তা চুক্তি বাস্তবায়ন, নদী খনন, বাঁধ নির্মাণ ও পুনর্বাসনসহ "তিস্তা মহাপরিকল্পনা" দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।
বক্তারা বলেন, তিস্তা রক্ষায় রাজনৈতিক দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। লালমনিরহাট জেলা সমিতি, ঢাকা জানায়-এই আন্দোলন সম্পূর্ণ অরাজনৈতিক, শান্তিপূর্ণ এবং জনস্বার্থনির্ভর। এর মূল লক্ষ্য হলো নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি ও সরকারের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে উদ্বুদ্ধ করা।
লালমনিরহাট জেলা সমিতি ঢাকা`র সভাপতি-সাধারণ সম্পাদক সবাইকে তিস্তা রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সেইসাথে মানববন্ধন কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য সবাইকে ধন্যবাদ জানান বক্তার।
একুশে সংবাদ/রাফি/বাবু/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

