AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ



মান্দায় বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ

নওগাঁর মান্দায় বিএনপির মনোনয়ন নিয়ে তীব্র অস্বস্তি ও বিভাজন দেখা দিয়েছে। কেন্দ্রীয়ভাবে একজন প্রার্থীর নাম ঘোষণা হলেও মাঠে সরব তৃণমূল নেতাকর্মীরা। তাদের দাবি— “যিনি দুঃসময়ে পাশে ছিলেন, তাকেই প্রার্থী চাই।”

বুধবার (১২ নভেম্বর) বিকেলে উপজেলার ফেরিঘাট বাসস্ট্যান্ড এলাকায় নওগাঁ–রাজশাহী মহাসড়কে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত হয় বিশাল মানববন্ধন, সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি। এতে উপজেলার ১৪ ইউনিয়নের নেতাকর্মীরা অংশ নেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, নওগাঁ-৪ (মান্দা) আসনের তৃণমূলের মতামত উপেক্ষা করে কেন্দ্র থেকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। তারা সতর্ক করেন— “ত্যাগী ও নির্যাতিত নেতাদের বঞ্চিত করে অন্য কাউকে প্রার্থী করা হলে তা দলের জন্য আত্মঘাতী হবে।”

বক্তারা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ মতীনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে ঘোষণার দাবি জানান। তাদের মতে, আন্দোলন-সংগ্রামের সময় কর্মীদের পাশে থেকে সংগঠনকে ঐক্যবদ্ধ রেখেছেন এম এ মতীন।

উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাদেকুল ইসলাম বলেন, “গ্রেফতার, নির্যাতন, মামলা—সব কিছুর মধ্যেও তিনিই ছিলেন সংগঠনের ভরসা।”

গত ৩ নভেম্বর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপুকে নওগাঁ-৪ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা দেন।

ঘোষণার পর থেকেই উপজেলা জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একপক্ষে মতীনের সমর্থকদের পুনর্বিবেচনার দাবি, অন্যপক্ষে টিপুর মনোনয়ন ঘিরে উচ্ছ্বাস।

এর আগে গত ২৩ অক্টোবর উপজেলা বিএনপির সংবাদ সম্মেলনে ডা. টিপুর ‘দলীয় আদর্শ ও শৃঙ্খলাভঙ্গের’ অভিযোগ তুলে তার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা দেওয়া হয়। অভিযোগ করা হয়, তিনি একসময় সংস্কারপন্থী রাজনীতিতে জড়ান এবং ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন দেন।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই মতবিরোধ অব্যাহত থাকলে মান্দায় বিএনপির সাংগঠনিক ঐক্যে ফাটল ধরতে পারে। তাদের মতে, “যিনি মাঠে ছিলেন, মানুষের পাশে ছিলেন, তাকেই প্রার্থী দিলে বিএনপি মান্দায় শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবে।”

এর আগে ৪, ৯ ও ১০ নভেম্বর উপজেলার বিভিন্ন স্থানে একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিবারই ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন।

উল্লেখ্য, ১০ নভেম্বর মান্দা উপজেলার ১৪ ইউনিয়ন বিএনপি একযোগে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বরাবর লিখিত আবেদন পাঠিয়ে নওগাঁ-৪ আসনের ঘোষিত প্রার্থীর মনোনয়ন স্থগিত ও নতুন প্রার্থী ঘোষণার দাবি জানায়।

ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. রওশন আলম ও সাংগঠনিক সম্পাদক মো. আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, “ডা. টিপু বিগত ১৬ বছর আওয়ামী রাজনীতির সঙ্গে সখ্য রেখেছেন, আন্দোলন-সংগ্রামে ছিলেন না এবং অতীতে বিএনপির বিরুদ্ধে লিখিত বক্তব্য দিয়েছেন। এরকম বিতর্কিত ব্যক্তিকে নিয়ে জয়ী হওয়া অসম্ভব।”

চিঠিতে আরও উল্লেখ করা হয়, “যারা হামলা, মামলা, নির্যাতন সহ্য করেও মাঠে ছিলেন, তাদের বাদ দিয়ে বিতর্কিত কাউকে প্রার্থী করা হলে তা দলের অস্তিত্বের জন্য হুমকি হবে।”

তৃণমূল নেতাদের ভাষায়, “এই আন্দোলন কোনো ব্যক্তির জন্য নয়— এটি দলের অস্তিত্ব রক্ষার লড়াই।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!