AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা


Ekushey Sangbad
পারভেজ আহমেদ, কমলগঞ্জ, মৌলভীবাজার
০৫:৫৫ পিএম, ১২ নভেম্বর, ২০২৫

কমলগঞ্জে রেললাইনে স্লিপার ফেলে ট্রেন দুর্ঘটনার চেষ্টা

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পশ্চিম বালিগাঁও এলাকায় দুর্বৃত্তরা রেললাইনের উপর স্লিপার ফেলে দুর্ঘটনা ঘটানোর চেষ্টা করে। খবর পেয়ে দ্রুত রেলওয়ে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে রেললাইনের উপর থাকা স্লিপারগুলো সরিয়ে সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা করেন।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কোনো একসময় এ ঘটনা ঘটেছে বলে জানায় ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ।

স্থানীয়রা জানান, এতে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু তা হয়নি। ট্রেনের ধাক্কায় স্লিপার সরে যায়, পরে স্থানীরা সেটি রেললাইনের থেকে সরিয়ে ফেলে। তারা আশা করছেন, এ ধরনের নাশকতামূলক ঘটনার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার পলাশ দাস ঘটনাটি সত্যতা নিশ্চিত করে বলেন, “আমি প্রথমে জানতাম না এমন ঘটনা ঘটেছে। পরে স্থানীদের মাধ্যমে জানতে পেরেছি। বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো, যা হয়নি। বিষয়টি খুবই দুঃখজনক। আমি বিষয়টি উর্ধতন কর্মকর্তাদের জানিয়ে দিয়েছি।

 

 

একুশে সংবাদ/এ.জে
 

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!