নড়াইল সদর থানার উদ্যোগে সুলতান মঞ্চে জুয়া, সন্ত্রাস, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহবিরোধী আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে নড়াইল সদর থানা পুলিশের আয়োজনে বাধাঁঘাট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম।
বক্তব্যে তিনি বলেন, “নড়াইল ক্রীড়া, সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির জেলা। এই সম্প্রীতি ও শান্তির পরিবেশ বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে। মারামারি ও বিশৃঙ্খলা ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের পথে ঠেলে দেয়— তাই এমন কাজে জড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা দুষ্টের দমন ও শিষ্টের লালনে বিশ্বাসী। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না; আইনানুগভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ব্যবসায়ীদের উদ্দেশে পুলিশ সুপার বলেন, “বাজারে সিসি ক্যামেরা স্থাপন করুন এবং নৈশপ্রহরীদের সক্রিয় রাখুন, যাতে ক্রেতারা নির্বিঘ্নে কেনাকাটা করতে পারেন। চুরি বা ছিনতাই রোধে পুলিশের টহল বাড়ানো হয়েছে।”
তিনি জানান, শহরের যানজট কমাতে কিছু সড়কে ডাইভারশন কার্যকর করা হয়েছে। নড়াইল জেলা পুলিশ সবার জন্য সমান আইনি সহায়তা নিশ্চিত করবে বলে আশ্বাস দেন তিনি।
এ সময় এসপি রবিউল ইসলাম সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে জুয়া, সন্ত্রাস, মাদক, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং, ধর্মীয় উস্কানি ও অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ রকিবুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরুজ্জামান, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ সাজেদুর ইসলাম, ট্রাফিক বিভাগের টিআই (অ্যাডমিন) কামরুল ইসলামসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি ও সুশীল সমাজের সদস্যরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

