AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পঞ্চগড়ে জালিয়াতি ও সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন


Ekushey Sangbad
ডিজার হোসেন বাদশা, পঞ্চগড়
০৮:০৮ পিএম, ১০ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ে জালিয়াতি ও সন্ত্রাসী কায়দায় জমি দখলের অভিযোগে গ্রামবাসীর মানববন্ধন

পঞ্চগড়ের বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের আমতলা কাজীপাড়া এলাকায় আবু তাহের ঢাকাইয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়দের ১৫০ বিঘা জমি জালিয়াতি ও সন্ত্রাসী কায়দায় দখলের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলো সোমবার (১০ নভেম্বর) বিকেলে আমতলা কাজীপাড়া বাজারে ঘন্টাব্যাপী মানববন্ধন আয়োজন করে।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, ২০০৩ সাল থেকে আবু তাহের অসাধু উপায়ে বিভিন্ন ধরনের জালিয়াতি করে এলাকায় প্রায় ১৫০ বিঘা জমি দখল করে রেখেছেন। জমির প্রকৃত মালিকরা প্রতিবাদ করলে তাদের হুমকি-ধমকি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে। একাধিকবার গ্রাম্য সালিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও আবু তাহের তা মানেননি।

মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার এবং আবু তাহেরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

এসময় বক্তব্য রাখেন—মিথ্যা মামলায় হয়রানির শিকার আক্তারুজ্জামান আক্তার, এজামদ্দীন এজাম, উসমান, মুর্শেদা বেগম, ছালেয়া খাতুন, আসিমা বেগম প্রমুখ। বক্তারা বলেন, “আমরা ন্যায়বিচার চাই, আমাদের পৈতৃক সম্পত্তি রক্ষার দাবি জানাই। প্রশাসন যেন দ্রুত পদক্ষেপ নেয়।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!