পটুয়াখালীর দুমকিতে আ`লীগের সদস্য ও পাঙ্গাশিয়া ইউনিয়নের সাবেক সহ-সভাপতি মো. খবির উদ্দিন (৫০) এবং আঙ্গারিয়া ইউনিয়ন আ`লীগের ৭ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া (৩৫) কে পুলিশ আটক করেছে।
রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাতে খবির উদ্দিনকে উপজেলা পরিষদের গেটের পূর্ব পাশের বাসা থেকে এবং বাচ্চু মিয়াকে থানা ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। পরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, ২০২২ সালে সারাদেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুমকিতে বিএনপির বিক্ষোভ চলাকালে উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এরপর গত বছরের ৫ আগস্টের ছাত্র–জনতার গণঅভ্যুত্থানের পর, ৭ নভেম্বর ২০২৪ তারিখে বিএনপি নেতা মো. মোর্তুজা বিল্লাহ বাদী হয়ে দুমকি থানায় মামলাটি দায়ের করেন। সেই মামলায় অভিযুক্তদের আটক দেখানো হয়েছে।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাকির হোসেন আসামি গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

