AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা



মুকসুদপুরে জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন উপলক্ষে কোঅর্ডিনেশন সভা

জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে এক কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) সকালে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফা। সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন।

মেডিকেল অফিসার মনোষ ভট্টাচার্যের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদাত হোসেন মোল্লা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হুমায়ুন কবির, মুকসুদপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মধুমতি কণ্ঠ সম্পাদক শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি ছিরু মিয়া, প্রেসক্লাব মুকসুদপুরের সভাপতি আমজেদ হোসেন আমোদ মোল্লা, সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

ডা. রায়হান ইসলাম শোভন জানান, “জাতীয় টাইফয়েড টিকা ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর শেষ হবে। এখন পর্যন্ত মুকসুদপুর উপজেলায় ৬৭,৮৩৬ জন শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে অনেক শিশু এখনও টিকা নেয়নি—কারণ কিছু অভিভাবক গুজবে বিশ্বাস করছেন, আবার কেউ কেউ অসুস্থ থাকায় টিকা নিতে পারেনি। কমিউনিটি পর্যায়ের টিকাদানের পর আরও দুই দিন হাসপাতালে এসে টিকা নেওয়া যাবে। এছাড়াও আগামী এক সপ্তাহ আমাদের ইপিআই কেন্দ্রে এসে টিকা নেওয়া যাবে।”

তিনি আরও বলেন, “নয় মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত সকল শিশুকে এই টিকার আওতায় আনা হবে। এমনকি যেসব শিশু এখনও রেজিস্ট্রেশন করেনি, তারাও মাঠকর্মীদের মাধ্যমে টিকা নিতে পারবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!