AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫, ২২ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এনসিপি নেতার কন্যা আয়রা মনির



শেরপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এনসিপি নেতার কন্যা আয়রা মনির

শেরপুরে সড়ক দুর্ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা আহ্বায়ক প্রকৌশলী মো. লিখন মিয়ার শিশুকন্যা আয়রা মনি (৩) নিহত হয়েছেন। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর দেড়টার দিকে শহরের খোয়ারপাড়–জেলখানা মোড় সড়কের বিসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে প্রকৌশলী লিখন মিয়ার স্ত্রী মনি মালা নিজ বাসার পাশে ময়লা ফেলতে যান। এ সময় অজান্তে শিশুটি মায়ের পিছু নিয়ে রাস্তার পাশে চলে যায়। হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মাঝে পড়ে শিশুটি ধাক্কা খায় এবং গুরুতর আহত হয়। দুর্ঘটনার পর গাড়ি দুটি দ্রুত পালিয়ে যাওয়ায় সেগুলো সনাক্ত করা সম্ভব হয়নি।

গুরুতর অবস্থায় আয়রা মনিকে প্রথমে শেরপুর জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।

শুক্রবার রাত ৮টার দিকে দমদমা কালীগঞ্জ এলাকায় প্রকৌশলী লিখনের শ্বশুরবাড়িতে প্রথম জানাজা এবং রাত ১০টার দিকে আন্ধারিয়া সুতিরপাড়া গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটির দাফন সম্পন্ন হবে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে গতিরোধক না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা দ্রুত সড়কটিতে গতিনিয়ন্ত্রণ ব্যবস্থা ও পর্যাপ্ত ট্রাফিক তত্ত্বাবধানের দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!