AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশব্যাপী ৭১ লাখ পরিবার আশার সেবা ভোগ করছে


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৪৭ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

দেশব্যাপী ৭১ লাখ পরিবার আশার সেবা ভোগ করছে

রাজশাহী জেলার সাংবাদিকদের সঙ্গে দেশের শীর্ষ ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ‘আশা’র সার্বিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রাজশাহী শহরের শালবাগান, সপুরা এলাকার জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবনের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, ‘আশা’ একটি স্ব-অর্থায়িত, অনুদানমুক্ত ও ব্যয়-সাশ্রয়ী প্রতিষ্ঠান, যা ৪০ বছরের বেশি সময় ধরে দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন ও নারীর ক্ষমায়নে কাজ করছে। প্রতিষ্ঠানটির ৭১ লাখ পরিবার বর্তমানে সেবা পাচ্ছে।

রাজশাহী বিভাগে ১,০৬৯টি কেন্দ্রে ৩৫,৬৫৬ জন শিক্ষার্থীকে নিয়ে আশার প্রাথমিক শিক্ষা কার্যক্রম চলছে। এছাড়াও স্যানিটেশন ঋণ পেয়েছেন ৫,০৪৯ জন, ৫টি স্বাস্থ্যকেন্দ্র থেকে সেবা নিয়েছেন ১,২৩,৪২০ জন এবং ২টি ফিজিওথেরাপি সেন্টার থেকে চিকিৎসা নিয়েছেন ১০,৪৬৩ জন।

২০২৪-২৫ অর্থবছরে রাজশাহী বিভাগে ২২৬টি ব্রাঞ্চের মাধ্যমে ৬.৮০ লক্ষাধিক ঋণগ্রহীতাকে ৪,২৮৭ কোটি টাকা ঋণ বিতরণ করেছে আশা, যা নির্ধারিত লক্ষ্যমাত্রারও বেশি। চলতি অর্থবছরে (২০২৫-২৬) ৪,৪৮০ কোটি টাকার ঋণ বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

রাজশাহী জেলায় ৭৫টি ব্রাঞ্চের মাধ্যমে ১,২৭৭.৮৩ কোটি টাকা ঋণ বিতরণ হয়েছে, আর নতুন অর্থবছরে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৪৯২ কোটি টাকা।

জেলায় বর্তমানে ৩৪৫টি কেন্দ্রে ১১,২২৩ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা কার্যক্রমে যুক্ত। পাশাপাশি জেলা প্রশাসকের মাধ্যমে শীতবস্ত্র হিসেবে ৪০০টি কম্বল বিতরণ করেছে প্রতিষ্ঠানটি।

বক্তারা আরও জানান, ২০২৩ সালের ডিসেম্বর থেকে দেশের সব ৩,০৭৩টি ব্রাঞ্চ অনলাইনে পরিচালিত হচ্ছে, যা কার্যক্রমের স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করেছে।

করোনাকালে প্রতিষ্ঠানটি মানবিক উদ্যোগ হিসেবে ১,০০০ কোটি টাকার সার্ভিস চার্জ মওকুফ করেছে এবং জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি, ঋণগ্রহীতার মৃত্যুকালে ঋণ মওকুফ ও দাফন-কাফনে সহায়তা, অবসরভাতা প্রদানের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতার উদাহরণ স্থাপন করেছে।

সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা সিনিয়র সহকারী কমিশনার (এসএ শাখা ও মিডিয়া সেল) এম. রকিবুল হাসান। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ আব্দুল আউয়াল এবং আশার ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) সোহায়েল আহমেদ।

সভায় সভাপতিত্ব করেন আশার রাজশাহী ডিভিশন ম্যানেজার রফিকুল ইসলাম, সঞ্চালনা করেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার ইউনুচ আলী শেখ।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার মুজাহিদ হোসেন, অ্যাডিশনাল ডিভিশনাল ম্যানেজার শরিফুল ইসলাম, সিডিএম আব্দুল লতিফসহ অন্যান্য কর্মকর্তা।

বক্তারা আশার সামাজিক দায়বদ্ধতা ও উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রান্তিক মানুষের অর্থনৈতিক মুক্তি ও সমাজ উন্নয়নে ‘আশা’ একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!