AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজশাহী-১ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী আতিকুর রহমান


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৫১ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

রাজশাহী-১ আসনে এনসিপির সম্ভাব্য প্রার্থী আতিকুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্ভাব্য প্রার্থী হিসেবে দলের হাইকমান্ডের নির্দেশে প্রস্তুতি নিচ্ছেন রাজশাহী মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আতিকুর রহমান।

আতিকুর রহমান জানান, “গত ৩০ অক্টোবর রাতে আমাকে রাজশাহী মহানগর কমিটির সদস্য সচিবের দায়িত্ব দেয় দলের হাইকমান্ড। এরপর থেকেই রাজশাহীতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ লক্ষ্যে কেন্দ্রীয় নেতারা মাঠ পর্যায়ের নেতাদের নির্বাচনী প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমি রাজশাহী-১ আসনে কাজ শুরু করেছি।”

তিনি আরও বলেন, “দলের হাইকমান্ড সাংগঠনিক কাঠামো সুদৃঢ় করার পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি জোরদার করার ওপর গুরুত্ব দিয়েছে। বড় কোনো রাজনৈতিক দলের প্রার্থী যদি জাতীয় নাগরিক পার্টির হয়ে রাজনীতি করতে চান এবং আসন্ন নির্বাচনে অংশ নিতে আগ্রহী হন, আমরা তাকে বিশেষভাবে গুরুত্ব দেব। এমন প্রার্থীকে সহযোগিতা করব।”

আতিকুর রহমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাঠের সম্মুখ সারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। সেই আন্দোলনের মাধ্যমেই তার রাজনীতিতে পথচলা শুরু। পরবর্তীতে তিনি হেফাজতে ইসলাম রাজশাহী জেলার আন্তর্জাতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি রাজশাহী মহানগরের পাশাপাশি জেলা কমিটিকে সুসংগঠিত করতে গোদাগাড়ী ও তানোর উপজেলায় সাংগঠনিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!