AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাবি ছাত্র সংসদের কার্যনির্বাহী সভা: সংবাদ সম্মেলনে আলোচিত ১২ দফা কর্মসূচি


Ekushey Sangbad
আব্দুল বাতেন, রাজশাহী
০৩:৫৩ পিএম, ৫ নভেম্বর, ২০২৫

রাবি ছাত্র সংসদের কার্যনির্বাহী সভা: সংবাদ সম্মেলনে আলোচিত ১২ দফা কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর ১ম কার্যনির্বাহী সভায় আলোচিত বিষয়সমূহ এবং ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) বেলা ১২টায় রাকসু ভবনের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নবনির্বাচিত নেতারা জানিয়েছেন, দীর্ঘ ৩৫ বছর পর নির্বাচিত হওয়ার পর প্রথম কার্যনির্বাহী সভায় ১২ দফা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। লিখিত বক্তব্য পাঠ করেন এজিএস সালমান সাব্বির।

সভায় সিদ্ধান্ত নেওয়া হয়:রাকসু তহবিলের স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা,সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সায়মা পরিবারের ক্ষতিপূরণ প্রদান,হলে বিশুদ্ধ পানি সরবরাহ,নারী শিক্ষার্থীদের নিরাপত্তা ও সুবিধা বৃদ্ধি, ক্যাম্পাসে দ্রুতগতির ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা।

নেতারা জানান, নবনির্বাচিত নেতৃত্ব এখনও রাকসুর তহবিলের পূর্ণাঙ্গ হিসাব হাতে পাননি। ফলে কিছু ইশতেহার অনুযায়ী কর্মসূচি সাময়িকভাবে বিলম্বিত হচ্ছে, তবে কাজ থেমে নেই।

এছাড়া, রাকসুর বর্তমান নেতারা গত ৩৫ বছরের তহবিলের হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন। অনিয়ম তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যা আগামী ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!