AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০৫ নভেম্বর, ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জীবননগরে স্বর্ণ লোপাটের ঘটনায় অপহৃত পাঁচজন উদ্ধার



জীবননগরে স্বর্ণ লোপাটের ঘটনায় অপহৃত পাঁচজন উদ্ধার

ভারতে পাচারের সময় চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তের গোয়ালপাড়ায় ৫ কেজি স্বর্ণের বার লোপাটের ঘটনায় অপহৃত পাঁচজনকে ২৩ দিন পর যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি গোডাউনের বন্দিদশা থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ঝিকরগাছা থানা পুলিশের সহযোগিতায় জীবননগর থানা পুলিশ ওই অভিযান পরিচালনা করে।

অন্যদিকে, নতুন করে আবারও এক কেজি স্বর্ণের বার লোপাটের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় জীবননগর উপজেলার নতুনপাড়া গ্রামের দুইজন নিখোঁজ রয়েছেন।

জীবননগর থানা সূত্রে জানা গেছে, যশোরের ঝিকরগাছা উপজেলার হাজারিবাগ ইউনিয়নের কুল্লা গ্রামের রেজাউল ইসলামের খামারের গোডাউনে বন্দিদশায় রাখা হয়েছিল—
গোয়ালপাড়া গ্রামের শফি উদ্দিন (৩২), তার পিতা আনার (৫৫), স্বপন (৪০), আবুল হোসেন (৩০) ও হাসান (২৭)–কে।

গত ১৩ ও ১৪ অক্টোবর ‘সাক্ষী দেওয়ার কথা বলে’ বাড়ি থেকে ডেকে নিয়ে তাদের অপহরণ করে স্বর্ণ চোরাচালান সিন্ডিকেট। পরে মুক্তিপণ হিসেবে তারা একই গ্রামের স্বর্ণ লোপাটকারী সীমান্ত ইউনিয়ন কৃষকদলের সভাপতি আব্দুল মজিদ ও শাহিনের কাছ থেকে টাকা দাবি করে।

এ ঘটনায় সোমবার রাতে জীবননগর থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার হরিহরনগর গ্রাম থেকে অপহরণে জড়িত মৃত আব্দুল গণির ছেলে আজিজুল হক (৪৭) ও মো. মুন্নাফের ছেলে আমিরুল ইসলাম (৪২)–কে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ যশোরের ঝিকরগাছায় অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে।

এদিকে, নতুন করে নতুনপাড়া সীমান্ত দিয়ে পাচারের সময় এক কেজি স্বর্ণ লোপাট হয়েছে বলে খবর পাওয়া গেছে। এ ঘটনায় গত তিন দিন ধরে নতুনপাড়া গ্রামের মিঠুর ছেলে শামীম ও রাসেল নিখোঁজ রয়েছেন।

উল্লেখ্য, গত ১২ অক্টোবর ভারতে পাচারের সময় গোয়ালপাড়া বাজার এলাকা থেকে কৃষকদল নেতা আব্দুল মজিদ ও শাহিন কৌশলে ১২ কোটি টাকার মূল্যের ৫ কেজি স্বর্ণের বার লোপাট করেন। এ ঘটনার পর স্বর্ণ বহনকারী শফি ও তার পিতা আনারসহ আরও তিন কৃষক—স্বপন, আবুল ও হাসান—কে অপহরণ করা হয়।

এ ঘটনায় ২১ অক্টোবর অপহৃত হাসানের পিতা শওকত আলী বাদী হয়ে জীবননগর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে ১ নভেম্বর অপহৃতদের পরিবারের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেন।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, “অপহৃত পাঁচজনকে ঝিকরগাছা উপজেলার কুল্লা গ্রাম থেকে উদ্ধার করা হয়েছে। নতুনপাড়া এলাকার দুইজন নিখোঁজের বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!