AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মনোনয়ন পেয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ সেলিমুজ্জামানের



মনোনয়ন পেয়ে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল থেকে বিরত থাকার নির্দেশ সেলিমুজ্জামানের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম।

গত সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাদেশে ২৩৭টি আসনে ধানের শীষ প্রতীকে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে সেলিমুজ্জামান সেলিমকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

দলীয় মনোনয়ন পাওয়ার পর সেলিমুজ্জামান সেলিম তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় হবে ইনশাআল্লাহ।”

পরে তিনি গোপালগঞ্জ-১ আসনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ফোন করে কোনো ধরনের আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ থেকে বিরত থাকার নির্দেশ দেন। মুকসুদপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দলীয় মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় সেলিমুজ্জামান সেলিম বলেন,“সর্বপ্রথম মহান সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এরপর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। দীর্ঘ ১৭ বছর ধরে আমাদের দল ও দেশের মানুষ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে আজ নির্বাচনমুখী হয়েছে। আমি সেই ত্যাগের অংশীদার হতে পেরে গর্বিত।”

তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, তবে আমি নিজেকে উপজেলার সাধারণ মানুষের উন্নয়নে সম্পূর্ণভাবে নিবেদন করব।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!