ফরিদপুরে পিস্তল ঠেকিয়ে গৃহবধূর কানের দুল ছিনতাইয়ের ঘটনার মূলহোতা মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফ (৩৮) এবং তার সহযোগী মো. রায়হান মোল্লা (২৫)-কে মাদকদ্রব্যসহ গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। শনিবার (১ নভেম্বর) সকালে র্যাব-১০, সিপিসি–৩ ফরিদপুর ক্যাম্পের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গত ২১ অক্টোবর ভোর ৬টার দিকে ফরিদপুর শহরের উত্তর শোভারামপুর এলাকায় গৃহবধূ মঞ্জু রানী দাস (৩৫)-এর কানের দুল পিস্তল ঠেকিয়ে ছিনিয়ে নেয় দুই ছিনতাইকারী। ঘটনাটি আশপাশের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এবং ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পরে ফরিদপুর কোতোয়ালি থানায় এ ঘটনায় মামলা (নং-৬৫, তারিখ ২২/১০/২০২৫, ধারা ৩৯২ পেনাল কোড) রুজু হয়। এরপর র্যাব-১০ এর একটি চৌকস দল তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিগত নজরদারি ও সোর্সের তথ্যের ভিত্তিতে আসামিদের শনাক্ত করা হয়।
গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে সালথা থানার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত খেলনা পিস্তল, সুইচ গিয়ার, ক্ষুর, কাঁচি, পাবনা জেলা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল এবং ১.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে ১ নভেম্বর সকালে খুলনার হরিণটানা থানা এলাকা থেকে উক্ত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ফরিদপুর শহর ও আশপাশ এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মহিলাদের কাছ থেকে স্বর্ণালংকার, চেইন ও মোবাইল ছিনিয়ে নিত। তারা সাধারণত ভোরবেলা বা রাতের শেষ প্রহরে মোটরসাইকেলে ছিনতাই করে দ্রুত পালিয়ে যেত। এছাড়া তারা স্থানীয়ভাবে মাদক ব্যবসার সঙ্গেও জড়িত ছিল।
র্যাবের তথ্যমতে, মূল আসামি মো. শরীফুল ইসলাম ওরফে ডন শরীফের বিরুদ্ধে ডাকাতি, খুন, চুরি ও মাদকসহ মোট ১০টি মামলা রয়েছে। ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি ফরিদপুরের ঝিলটুলী এলাকায় সংঘটিত স্টাফ নার্স অরুণিমা ভৌমিক হত্যা মামলায়ও তিনি ছিলেন প্রধান আসামি। এছাড়া চলতি বছরের ৬ আগস্ট পাবনার কলেজ ছাত্র ইমরান হোসেনের কাছ থেকে ট্রায়ালের অজুহাতে ইয়ামাহা আর–১৫ মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।
র্যাব-১০ এক বিজ্ঞপ্তিতে জানায়— “র্যাব সর্বদা দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাস, ছিনতাই, মাদক, অবৈধ অস্ত্র ও সংগঠিত অপরাধ দমনে বদ্ধপরিকর। জনগণের সহযোগিতা ও তথ্য প্রদানই র্যাবের কার্যক্রমকে আরও গতিশীল করছে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

