AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

খাগড়াছড়িতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত


Ekushey Sangbad
আবু রাসেল সুমন, খাগড়াছড়ি
০৪:৩০ পিএম, ২ নভেম্বর, ২০২৫

খাগড়াছড়িতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

“রক্তদানে হয় না ক্ষতি, চোখ ছুঁয়ে যাক চোখের জ্যোতি”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে।

রবিবার (২ নভেম্বর) সকালে খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস ও আধুনিক জেলা সদর হাসপাতালের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের-এর সভাপতিত্বে জেলা সদর হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (উপসচিব) (রাজস্ব) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক, অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌসি বেগম।
এ ছাড়া সভায় ডেপুটি সিভিল সার্জন, সহকারী পরিচালকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বক্তব্য রাখেন।

সভায় বক্তারা বলেন, স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে বহু মানুষের জীবন রক্ষা করা সম্ভব, বিশেষ করে থ্যালাসেমিয়ার মতো রোগে আক্রান্তদের জন্য এটি অপরিহার্য। মরণোত্তর চক্ষুদান করে মৃত্যুর পরও একজন মানুষ অন্যের চোখে আলো ফিরিয়ে দিতে পারেন— যা মানবতার এক উজ্জ্বল উদাহরণ হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

বক্তারা আরও বলেন, স্বেচ্ছায় রক্তদান ও চক্ষুদান সম্পর্কে সমাজে সচেতনতা বৃদ্ধি করা প্রত্যেকের নৈতিক দায়িত্ব। এই দিবস পালনের মাধ্যমে মানুষকে রক্তদান ও চক্ষুদানে উৎসাহিত করা এবং সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করাই মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের কনসালট্যান্ট, আরএমও, মেডিকেল অফিসার, নার্স, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা-কর্মচারী ও যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!